
শুভ জন্মদিন প্রিয় ক্যাম্পাস: ভালবাসার আরেক নাম মুরারিচাঁদ(এমসি)কলেজ
জেবিন আক্তার : পাখিদের কলকাকলি আর ঘন সবুজের ছায়াঘেরা প্রিয় ক্যাম্পাস মুরারিচাঁদ (এমসি) কলেজ, কখনো বলিনি তোমায় হৃদয়ে জমাট বাঁধা ভালো লাগার কথা। তোমার বুকে ফুটে থাকা কাঁঠালি চাপার সুঘ্রাণ নিয়ে আমি পাড়ি জমিয়েছি জীবনের কতটা পথ। ঘুমের ঘোরে তোমার আঁকাবাঁকা পথে আমি স্বপ্নের জাল বুনি। জীবনানন্দ দাশের মতো আবার আসিবো ফিরে তোমার সবুজ গালিচার…