
সাবেক এম.পি নুরুল ইসলাম খান আর নেই।
নিজস্ব প্রতিবেদন:সাবেক এম.পি এডভোকেট নুরুল ইসলাম খান(বিশ্বনাথ-দক্ষিন সুরমা সংসদীয় আসন) আজ বাংলাদেশ সময় দুপুর ১২.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাব এমপি সাহেবের নামাজে জানাজার সময়। #প্রথম_জানাজাঃ- বাদ আসর সিলেট দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। #দ্বিতীয়_জানাজাঃ- বাদ এশা বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে। #তৃতীয়_জানাজাঃ- রাত ৮:৩০ মিনিটের সময় তিনির নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে…