লন্ডনে নতুন আসা বাংলাদেশিদের মধ্যে বাড়ছে ডিভোর্স, ভাঙছে সংসার
সিলেটের একটি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের কোর্সের শিক্ষার্থী ছিলেন উর্মি (ছদ্মনাম)। বিদেশে আসার আগ্রহ থেকে আইএলটিএস পরীক্ষা দিয়ে ভালো স্কোরও অর্জন করেন। কেয়ার ভিসায় ব্রিটেনে আসতে চাইলেও পরিবারের সেই আর্থিক সামর্থ্য ছিল না। বাবাসহ স্বজনরা তাকে একা বিদেশে পাঠাতে রাজি না হওয়ায় পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা হয় সিলেটের কুমার পাড়া এলাকার জাবেদ হোসেনের ( ছন্দনাম) সঙ্গে। বিয়ের…