তৈল দেওয়া একটি প্রাচীন পদ্ধতি: মুক্তাদির আহমেদ মুক্তা
তেল মারা বা তৈল দেওয়া একটি প্রাচীন পদ্ধতি। ঐতিহাসিকভাবে বাঙালি তৈল প্রদান এবং গ্রহণে পারদর্শী। উর্ধ্বতনকে খুশী করতে অধস্তনের তৈল একটি সনাতনী পদ্ধতি। সাধারণত একাকী,নিভৃতে বা নিজস্ব বলয়ের মধ্যেই তৈলপর্ব সম্পন্ন হতো কিন্তু ইদানিং তৈলের উচ্চমার্গীয় ব্যবহার এতো বাড়ছে তৈল প্রদানের প্রতিযোগিতাও গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সভা-সমিতিসহ বিভিন্ন মাধ্যমে তৈলের বহুবিধ ব্যবহারে তৈলশিক্ষাও অবশ্যপাঠ্য…