পৃথিবীর কোথাও যেন কেউ নেই
কোথাও কেউ নেই! কফির জন্য দাঁড়িয়ে থাকে না কেউ। মেট্রোরেলের প্ল্যাটফর্মে চেনা ভিড় উধাও। রেস্তোরাঁ ও পানশালা বন্ধ। কোথাও কোনও ব্যস্ততা নেই। শুধু উড়ে বেড়ায় কবুতর ও শঙ্খচিল। নির্জন সড়কে জ্বলে বিলবোর্ডের নিয়ন আলো। জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর সামনে নেই কোলাহল। সব যেন পরিণত হয়েছে মরুভূমিতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফাঁকা করে দিয়েছে পৃথিবী! কোভিড-১৯ ঠেকাতে বিভিন্ন দেশ…