ব্রাজিল দলে চোটের হানা
ডেস্ক নিউজ: লিভারপুলে আগামী রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ ম্যাচে উইঙ্গার কস্তা ও মিডফিল্ডার রেনাতোকে পাচ্ছেন না কোচ তিতে। এ দুজনের অ্যানফিল্ডের ম্যাচে না খেলার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সব মিলিয়ে ব্রাজিল দলের চোটের তালিকাটা এ মুহূর্তে বড়ই বলতে হচ্ছে। নেইমার, কস্তা, রেনাতো ছাড়াও এ তালিকায় আছে স্ট্রাইকার গাব্রিয়েল…