
রোনালদোর নতুন রেকর্ডের ম্যাচে আল-নাসেরের জয়
অনলাইন ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪০ হতে বাকি আছে ১৫ দিনের কম সময়। এই বয়সে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন, এটিই হতে পারত অনেক বড় ব্যাপার। কিন্তু, রোনালদো যে নিজেকে এত অল্পতে বেঁধে রাখতে চান না। জাতীয় দল ও ক্লাবের হয়ে নিজের খেলা সর্বশেষ আট ম্যাচে করেছেন ১১ গোল। প্রতিনিয়িত নিজের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া সিআরসেভেন গড়লেন…