মেসির জোড়া গোল
লিওনেল মেসির জোড়া গোলে লেগানেসকে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে নতুন কোচ কুইকি সেতিয়েনের অধীনে খেলতে নামা কাতালানরা ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। ম্যাচে মেসির জোড়া গোলের পাশাপাশি বার্সার হয়ে গোল করেছেন অ্যান্টোনিও গ্রিজম্যান, ক্লেমেন্ট লেঙ্গলেট ও আর্থার মেলো। খেলা শেষে বার্সা কোচ সেতিয়েন বলেন, ‘আমরা অনেক…