
ছেলের জন্যই ডাইনোসর উদযাপন মুশফিকের
ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি দিনে বাড়তি উদযাপন করেন মুশফিকুর রহিম। ১৯৮ রানে ব্যাট করছিলেন তিনি। এন্সলে এনদিলোভুর শর্ট বল কাট করে চার মেরে ২০২ রানে পৌঁছে যান মিস্টার ডিপেন্ডেবল। কিন্তু বল বাউন্ডারি স্পর্শ করার আগেই দুই হাত তুলে উদযাপন শুরু করেন মুশফিক। শূন্যে লাফিয়ে ব্যাট ছোড়েন তিনি। পরে বাঁ হাতে ঘুষি ছোড়েন নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বল…