ইউরোপায় ম্যানইউ-আর্সেনালের দু’রকম রাত
উয়েফা ইউরোপা লীগের শেষ-৩২’র প্রথম লেগে হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওলে গানার সুলশারের দল। তবে ইংল্যান্ডের আরেক ক্লাব আর্সেনাল ১-০ গোলে জিতেছে অলিম্পিয়াকোসের বিপক্ষে। নিজেদের ডেরায় ১৫তম মিনিটে এগিয়ে যায় ক্লাব ব্রুগা। গোল করেন ইমানুয়েল বনাভেঞ্চুরা। ৩৬তম মিনিটে ম্যানেইউকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্সিয়াল।…