মায়ের হাতের চালের রুটি আর গরুর ভুড়ি পেলে আর কিছু লাগে না: আশরাফুল
ক্রিকেটারদের বিদেশে সিরিজ খেলতে গেলে খাবারের ব্যাপারে থাকে কঠোর নিয়ম। হয়ে যায় এক ছোট নিয়মের ভিতরের খাবার তালিকা। তাই ছোটবেলা থেকে মায়ের হাতে রান্না করা প্রিয় খাবারটা সফরের আগে এবং পরে পেলে যার পর নাই খুশি আশরাফুল। আশরাফুলের প্রিয় খাবারটা কি জানেন ? অজানা থাকা সেই খবরটাই দিয়েছেন আশরাফুল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ইঞ্জিনিয়ার্স, অস্ট্রেলিয়ার…