নিজের কিডনী দিতে চেয়েও সন্তানকে বাঁচাতে না পাড়ার শঙ্কায় এক মা
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:সন্তান যত জনই হোক না কেন সব সন্তানই মায়ের বুকের ধন। কেন না সব সন্তানই মায়ের নারী ছেড়া ধন। এমনই একজন মা আঞ্জুয়ারা বেগম। তার চতুর্থ সন্তান সিরাজুল ইসলামকে নিজের একটি কিডনী দিতে চেয়েও সন্তানকে বাঁচাতে পারবেন কি না সে শঙ্কা নিয়েই দিন কাটাচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানের বেডের পাশেই। কেন…