বিদ্যাসগরের স্মৃতি বিজড়িত সোনামুখির চট্টোপাধ্যায় বাড়ির পুজো আজও অমলিন
আকাশে নীল সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, শরতের কাশফুল আর শিশির ভেজা শিউলী ফুল জানান দিচ্ছে মা আসছে। আর সেই মত মায়ের আগমণী বার্তা নিয়ে ২০০ বছর ধরে দুর্গাপুজো করে আসছেন বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপারা পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামের চট্টোপাধ্যায় পরিবার। তবে এই বনেদি বাড়ির পুজো বিশালাক্ষী পুজো নামেই পরিচিত। এই বাড়ির মালিক দুর্গাদাস…