বাংলাদেশের জনগণ যেন ইতালির মতো ভুল না করে
ব্যবসা বাণিজ্যের কার্যক্রম প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। তাই অখণ্ড অবসর। আমাদের এক ক্রেতা সারা বালবি, তিনি ইতালির নাগরিক। এসেছিলেন তার খাবার সংগ্রহ করতে। করোনা নিয়ে ইতালি সম্পর্কে কথা বলছিলাম তার সাথে। সারা বললো, ”দেশে তার মা-বাবা ভাল আছে।” প্রশংসা করছিল তার দেশের স্বাস্থ্য সেবার। কিন্তু করোনা সংক্রমণে এইভাবে ব্যর্থ হওয়ার কারণ, তাদের সাধারণ জনগণ।…