ভয় নয়, এখন পুলিশের অপেক্ষায় থাকে ওরা
মুহিববুল্লাহ মুহিবঃ আগে পুলিশ দেখলেই ভয়ে পালিয়ে যেতো পথ শিশুরা। এখন পুলিশের অপেক্ষায় বসে থাকে কক্সবাজার শহরের বিভিন্ন অলি-গলিতে। কখন আসবে পুলিশ, কখন খাবার পাবে, সে আশায় তাদের অপেক্ষা। প্রতিদিনই পথ শিশু, ভারসাম্যহীন বা হতদরিদ্র মানুষগুলোর মাঝে খাবার বিতরণ করে যাচ্ছে পুলিশ। ঝড়-বৃষ্টিতেও খাবার সরবারহ অব্যাহত রাখবে এমনটাই দাবি পুলিশ কর্মকর্তাদের। এরকমই একজন ক্লান্ত পথশিশু…