শুক্রবার ক্যাম্পে ৩ আক্রান্তের ২ জন রোহিঙ্গা, ১ জন এনজিও কর্মী
শুক্রবার ১৫মে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ৩জন আক্রান্তের খবর প্রাথমিকভাবে পাওয়া গেলেও মূলতঃ সেখানে ২জন রোহিঙ্গা শরনার্থী (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক)। ১জন এদেশের নাগরিক ও ক্যাম্পে কর্মরত এনজিও কর্মকর্তা। যিনি এদেশের নাগরিক তিনি উখিয়া উপজেলার গয়ালমারা ক্যাম্প অবস্থিত এমএসএফ এর হাসপাতাল থেকে তার শরীরের স্যাম্পল টেস্ট করতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠিয়েছিলেন। এজন্য…