
জানা গেল বাজার কেন অস্থির হয়!
সরকারের কঠোর নজরদারি ও তদারকির অভাব তো আছেই, বাজার দর নিয়ে সরকারের কোনও সিদ্ধান্তও বাস্তবায়ন হয় না। বাজার চলে তার ‘নিজের নীতিমালা’। অথচ যে কোনও পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকারের নিত্যপ্রয়োজনীয় সংক্রান্ত দর নির্ধারণ কমিটি। যা বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত। এর বাইরে কয়েকটি পণ্যের দর ঠিক করে কৃষি মন্ত্রণালয়ের সংস্থা কৃষি বিপণন অধিদফতর।…