শ্বাসকষ্টে কাতরাচ্ছিলেন রিকশা চালকের স্ত্রী, অক্সিজেন নিয়ে পাশে পুলিশ
প্রচণ্ড শ্বাসকষ্টে ঘরে কাতরাচ্ছিলেন জুলেখা (৪০) নামে এক হৃদরোগী। কিন্তু রিকশা চালক স্বামীর তেমন সামর্থ নেই। লোকে মুখে শুনেছেন পুলিশের কাছে গেলে ফ্রিতে পাবেন অক্সিজেন সিলিন্ডার। সেই আশায় ফোন দিলেন সিএমপির ডবলমুরিং থানায়। পুলিশও তার ফোন পেয়ে দ্রুত আগ্রাবাদ নাজিরপুল ওমর খানের ভাড়াঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়। এতে করে অক্সিজেন লেভেল ৮৩—তে নামতে থাকা জুলেকার…