
বাংলায় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত খুলছে মদের দোকান
তিমিরকান্তি পতি, বাঁকুড়াঃ সুরাপ্রেমীদের জন্য সুখবর। লক ডাউনে কারণের কারণে সরকারী নিষেধাজ্ঞার জেরে এক মাসেরও বেশী সময় পর খুলতে চলছে মদের দোকান। সোমবার সকাল দশটা থেকেই এই নির্দেশ কার্যকরী হচ্ছে। প্রসঙ্গত, লক ডাউনের কারণে মদের দোকান বন্ধ থাকায় এক দিকে যেমন অসংখ্য সুরাপ্রেমী ভীষণ সমস্যায় পড়েছিলেন, তেমনি অতিরিক্ত দামে মদ বিক্রির অভিযোগ উঠছিল একাংশের বিক্রেতাদের…