
কে হবেন অসমের মুখ্যমন্ত্রী ? টানটান উত্তেজনার মধ্যে দিল্লিতে ডাক দুই পদ প্রার্থীর
নয়াদিল্লিঃ একুশে বাংলা সহ অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে মিটেছে বিধানসভা ভোট পর্ব। ঘোষিত হয়েছে নির্বাচনের ফলাফলও। এবার একে একে শপথ গ্রহণের পালা। সেই মত প্রায় বাকি সব রাজ্যে মুখ্যমন্ত্রী চূড়ান্ত হলেও, ফলাফল ঘোষণার ছ’দিন পরেও মুখ্যমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারল না অসম। বিদায়ী মুখ্যমন্ত্রী ক্ষমতায় ফিরে ফের মুখ্যমন্ত্রী হবেন এমনটাই দস্তুর। কিন্তু অসমের ক্ষেত্রে…