
করোনায় জেরবার বিশ্ববাসী, সংক্রমণ এড়াতে ওয়ার্ক-পাসে নয়া নিয়ম জারি সিঙ্গাপুরের
সিঙ্গাপুর : বিশ্বজুড়ে অব্যাহত করোনার দাপট। মারণ ব্যাধির দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল গোটাদেশ। এই অবস্থায় সংক্রমণের রেশে লাগাম টানতে অন্যান্য দেশের মতোই এবার কাজের সূত্রে সিঙ্গাপুরে আগত বিদেশী কর্মীদের সংখ্যা কমাতে শুরু করল সিঙ্গাপুর সরকার। জানা গিয়েছে, করোনার দ্বিতীয় ধাক্কায় রীতিমতো বেসামাল ভারত সহ বেশকিছু দেশ। এই অবস্থায় সিঙ্গাপুরে যাতে করোনার দাপট না বাড়ে তা…