
ব্রিটেনে পড়তে আর সহজে ভিসা পাবেন না ভারতীয়রা
সংবাদ সংস্থাঃ তাঁদের লন্ডন যাওয়ার ইচ্ছায় এ বার বাদ সাধতে চলেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যাওয়ার জন্য এত দিন ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা পেতে খুব একটা ঝক্কি-ঝামেলা পোহাতে হত না। তাঁদের ভিসার আবেদন খুব সহজে আর তাড়াতাড়ি মঞ্জুর করে দিত ব্রিটেন সরকার। এ বার ভারত-সহ ২৫ টি দেশকে সেই ‘সহজে ভিসা’র সুবিধার তালিকা থেকে…