উত্তর কোরিয়ার নারী সেনাদের কাছে ‘ধর্ষণ’ নিত্য ঘটনা
উত্তর কোরিয়ার মহিলা সেনাদের জীবন দুর্বিষহ। অপুষ্টিতে ভোগা এই সব নারী সেনাদের কাছে ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা। এমনকি বেশির ভাগ নারী সেনার মাসিক ঋতুস্রাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন লি সো ইয়ন নামে এক উত্তর কোরিয়ার এক সাবেক নারী সেনা। তিনি জানিয়েছেন, প্রায় দশ বছর ধরে লি সো ইয়নকে শুতে হয়েছিল…