একই বিমানের চালক মা-মেয়ে
দুজনেই পাইলট। চালাচ্ছেনও একই বিমান। তাদের দুজনের একসঙ্গে ককপিটে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইনস একটি বিমান চালান ওই মা-মেয়ে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে জর্জিয়ার আটলান্টা পর্যন্ত এই বিমানটি চালিয়েছেন তারা। এ নিয়ে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি টুইটও করেছে। সেখানে লেখা হয়, ‘ফ্যামিলি ফ্লাইট ক্রু…