সিলেটের সেই বৃদ্ধের লাশ মিলল সুরমায়
ডেস্ক নিউজ: সিলেট নগরীর শেখঘাট থেকে নিখোঁজ ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ সুরমা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার সুরমা নদী থেকে আব্দুল জব্বার বড়ভুঁইয়া নামের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তিনি শেখঘাটের সওদাগরটুলা এলাকার মৃত ডা. সাজিদ আলী বড়ভুঁইয়ার ছেলে। জানা যায়, গত রবিবার ফজরের নামাজ পড়তে বাসা থেকে…