মায়ের আত্মহত্যা পৃথিবীর আলো দেখা হলো না সন্তানের
শাহিন আহমেদ : আগামী এক মাসের মধ্যে শিউলি বেগমের (২০) কোল জুড়ে আসতো ফুটফুটে একটি শিশু। দীর্ঘ ১০ মাসের অন্ধকার পেরিয়ে হয়তো শিশুটি পৃথিবীর আলো দেখতে পেত। আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী অপেক্ষায় ছিলেন তার। তিনি হয়তো প্রতিদিন তার নড়াচড়া অনুভব করতেন। কিন্তু তা আর হলো না। ফাঁসিতেই ঝুলতে হলো তাকে। নিজের শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার…