লা-মাযহাবী ফিৎনাবাজদের অপতৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকমঃ লা-মাযহাবীদের প্রতিহত করতে প্রশাসন পদক্ষেপ না নিলে সিলেটের ধর্মপ্রাণ জনতা কঠিন স্বিদ্ধান্ত নেবে- মওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, আজকে প্রতিকুল আবহাওয়ার মাঝে, রামাদানের দিনে, মুসল্লীয়ানে কেরাম যখন ঈবাদতে মশগুল থাকার কথা সেসময় তারা রাস্তায় কেন ? নিশ্চয়ই তাদের মনে কোন আঘাত লেগেছে। সে কথা যারা…