মোটরসাইকেলের চাকার সাথে ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু
অসিম দাসঃ সিলেটের তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তরপাড় এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ মহিলা নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়- ২৮ জানুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তরপাড় এলাকায় দুই মটরসাইকেল আরোহী যাওয়ার প্রাক্কালে অসাবধানতা বশতঃ মটরসাইকেলে চাকার সাথে পরনের কাপড় পেছিয়ে গেল মটর সাইকেল (সিলেট-হ-১২-২৯৬৯) হতে পড়ে যান মহিলা মটর…