বিশ্ব ক্লাবফুট দিবসে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের র্যালী
ক্লাবফুট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্ব ক্লাবফুট দিবসে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগিতায় ও ওয়াক ফর লাইফের সহায়তায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। ১৮ জুন মঙ্গলবার সকাল ১১টায় র্যালীটি এম. এ. জি ওসমানি মেডিকেল কলেজ এলাকার বিভিন্ন ফটক প্রদক্ষিণ করে প্রধান গেইটে গিয়ে শেষ হয়। র্যালিটিতে উপস্থিত ছিলেন…