বিশ্বনাথে শিশু খুন : উত্তাল জনতা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আকবর আলীর পুত্র ও গোয়াহরি দাখিল মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্র রবিউল ইসলামকে (১২) ণির্মমভাবে খুন করা হয়েছে। গরুর পা কাটার স্বাক্ষী দেওয়ায় শিশু রবিউলের পুরুষাঙ্গ কেটে, চোখ দুটি নষ্ট করে, গাড় ভেঙ্গে, শরীরের একাধিক স্থানে সিগারেটের ছেকা দিয়ে হত্যা করা আধিযুগের সেই বর্বরতাকেও হার…