যেভাবে আটক করা হয় আকবরকে
নিজস্ব প্রতিবেদন: আকবরকে আটকের পর গত রবিবার রাতে নিয়ে আসা হয় ভারতের মেঘালয় রাজ্যের ডোনাবস্তিতে। পরে তাকে হস্তান্তর করা হয় ডোনাবস্তির ‘হেডম্যান’র (খাসিয়াদের বস্তি প্রধান) কাছে। পরে সেখান থেকে তাকে রহিম উদ্দিন নামের এক ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ভারতে পালানোর সময় আকবরকে গ্রেফতারের দাবি করলেও গ্রেফতারের আগের কয়েকটি ভিডিওতে দেখা…