
হরিপুরের ‘বুঙ্গার’ বাজার উচ্ছেদ করলো সেনাবাহিনী
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর। এই বাজার ‘বুঙ্গার বাজার’ হিসেবে খ্যাত। মুলত সিলেটের সকল সীমান্ত এলাকার চোরাচালান হরিপুরকেন্দ্রিক নিয়ন্ত্রিত। নানা সময়ে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারিদের পাকড়াও করতে গেলে পাল্টা হামলার শিকার হতে হয়েছে। পুলিশ, বিজিবি চোরাচালান বন্ধের অভিযানে সফল না হওয়ায় সেনাবাহিনী অভিযানে নামে। তবে সেনাসদস্যদের সঙ্গেও ঘটে অপ্রতিকর ঘটনা। কিন্তু অবশেষে হরিপুরের সেই ‘বুঙ্গার বাজার’ উচ্ছেদ…