আসতে চাইলে এসো : লেখক অরুন দাস
তুমি একবার এসো তরুণী, শুধু একবার। চোখের উঠোন জুড়ে, বুকের জমিন জুড়ে….. এই বিষন্ন দুপুরকে শান্ত করে দাও তোমার সুশৃঙ্খল পদভারে। ফুসফুসের প্রধান ফটক মাড়িয়ে, তুমি প্রবেশ করো একদম হৃদয়ের গহীনে। যেখানটায় জমে আছে তোমার জন্য উদ্বেলিত প্রেম। আমাকে গ্রহণ করে জীবনের সমস্ত ভারের অর্ধেক তোমার করে নাও। এই দীর্ঘপথে সঙ্গহীন চলতে চলতে আমি…