
কানাডায় কুরআনের হাফিজ হলো কানাইঘাটের ৭ বছরের শিশু জুহা
মাত্র ৭ বছর বয়সে পবিত্র কোরআনে পাকের হাফিজা হয়েছে কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গোবিন্দপুর গ্রামের কানাডা প্রবাসী লুৎফুর রহমানের মেয়ে ফাখেরা লুৎফুর জুহা। ৩০ পারা কোরআনের হাফিজা ফাখেরা লুৎফুর জুহা তার বাবা লুৎফুর রহমান ও মা খাদিজা ইয়াসমিন হান্না’র সাথে সরিবারে কানাডার সাসকাচুয়ান সাসকাটুন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। জানা যায়, মাত্র ৭ বছর বয়সে…