রেসিপি : পুষ্টিতে ভরা সাউথ-ওয়েস্ট পাস্তা
সাউথ-ওয়েস্ট পাস্তা মানেই দারুণ এক আমেরিকান রসনাবিলাস। নিরামিষ এ পাস্তা যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরা। হবে না কেন? পুষ্টিতে ভরপুর সব সবজিও যে থাকতে এতে। যা যা লাগবে ৪০০ গ্রাম পাস্তা ২০০ ব্রকোলি ৪ টেবিল চামচ ভার্জিন অলিভ ওয়েল ৩/৪ কাপ সালসা সস ট্যাকো সিজনিং গোলমরিচ (প্রয়োজনমত) ২০০ গ্রাম টমাটো কিছু পুদিনা পাতা কুচি দুটি…