চা বিক্রি করেই ছেলেকে বিদেশে পড়াচ্ছেন, এমসি কলেজের আব্দুল হাই
আশরাফ আহমেদ, এমসি কলেজ : বাজান একচাপ গরম চা দেই? দেই মা, আধাঁ-লেবু দিয়া একটা কাপ দেই? একটা কাপ খান বাজান ভালা লাগবো, দিমু? দিমু মা? । একহাতে চায়ের কেটলি আর অন্যহাতে পেয়ালার বালতিটা নিয়ে এভাবেই সবুজ ক্যাম্পাসে বিচরণ করেন তিনি। পরিবর্তন আর পত্তাবর্তন, উত্থান কিংবা পতন। নতুন আসে পুরাতন যায়। দিন বদলের এমন হাজারও…