কতিপয় জনপ্রতিনিধি মোটাতাজা নয় কি? “কুকুর থেকে সাবধান”
ফেসবুক কর্ণার: আজকে গোটা জাতি মহাক্রান্তিকাল অতিক্রান্ত করছে। জাতির এই দূর্যোগঘন মূহুর্তে বিশেষ করে মেম্বার, চেয়ারম্যান ও এমপিদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আমি আমার এলাকার কথা বলছি, ভোটের সময় এই জনপ্রতিনিধিরা জনগণের পায়ে ধরে সালাম করে কত কাকুতি মিনতি, তাল-বাহানা করে ভোট আদায় করেছেন। এখন তারা কোথায় হারিয়ে গেছেন লোক-চোখের অন্তরালে চলে গেছেন। আরও বলতে…