আইনের ঘোরপ্যাঁচ নাকি অপব্যবহার। বিশ্লেষণ কি বলে…….????
বাংলাদেশে বেশির ভাগ আইনই ব্রিটিশ আমলে প্রণীত। ব্রিটিশ শাসকরা তাঁদের ঔপনিবেশিক শাসন ও শোষণ মজবুত করার অসদুদ্দেশ্যেই ঐ সকল আইন করেছিল।ঐ আমলের কিছু আইন সংশোধন করা হলেও অনেকগুলোই অসংশোধিত রয়ে গেছে। আবার আইনের ফাঁক বন্ধ করতে নিয়মিত সংশোধন করা দরকার বলে মনে করেন অনেক আইনজ্ঞ। কারণ আইনের ফাঁক গলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়,অন্যদিকে হয়রানির…