
পহেলা বৈশাখে প্রাণবন্ধু বিহনে নিয়ে আসছেন লাভলী দেব
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: পহেলা বৈশাখে ‘প্রাণবন্ধু’ শিরোনামের নতুন একটি গান নিয়ে আসছেন সিলেটের লোকগানের জনপ্রিয় শিল্পী লাভলী দেব। ‘আমার প্রাণবন্ধু বিহনেরে আমার প্রাণবন্ধু বিহনে, আমি জানি একেকটা রাত কাটে কেমনে’ গানটি লিখেছেন সময়ের জনপ্রিয় গীতিকার জাহাঙ্গীর রানা। সুর প্রচলিত। গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।সিলেটের একটি আকর্ষণীয় স্পটে ভিডিওধারনের কয়েকটি ছবি সোমবার ফেসবুকে পোস্ট করে লাভলী দেব জানিয়েছেন,…