
আলেকজান্ডার-মুনমুন পনের বছর পর আবারও জুটি বাঁধলেন
ডেস্ক নিউজ: অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলেন চলচ্চিত্রের একসময়ের নিয়মিত মুখ আলেকজান্ডার বো ও মুনমুন। তবে তারা আবারও চলচ্চিত্রে ফিরেছেন। দুজনেই বেশ কিছু ছবিতে কাজ করছেন। সেগুলোর কোনোটা শুটিং শেষে রয়েছে মুক্তির অপেক্ষায়, কোনোটার আবার চলছে শুটিং। তবে সবগুলোতেই আলাদা আলাদা করে কাজ করেছেন আলেকজান্ডার ও মুনমুন। এবারে জানা গেল, তারা জুটি বাঁধতে চলেছেন…