তৈমুরের হয়ে অক্ষয়কে চ্যালেঞ্জ করলেন করিনা!
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকমঃ জনপ্রিয়তার বিচারে সে নাকি এখন হিরো। অন্তত এমনটাই মত সোশ্যাল মিডিয়ার। সে অর্থাত্ সইফ আলি খান এবং করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। এ বার ছেলের হয়ে নাকি অক্ষয় কুমারকে চ্যালেঞ্জ জানালেন করিনা! বিষয়টি ঠিক কী? সম্প্রতি এক অনুষ্ঠানে করিনা নাকি অক্ষয়কে বলেন, ‘‘যত দিন যাচ্ছে তৈমুর তোমার কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। অন্তত তোমার ফ্যান ফলোয়িং যা রয়েছে…