ঈদ উৎসবে আরণ্যকের নতুন মঞ্চ নাটক
ঈদ উৎসবে বিনোদন অঙ্গনও প্রাণ ফিরে পায়। হলে যেমন সিনেমার উৎসব চলে, টিভি চ্যানেলগুলো আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের; তেমনি নাটকপাড়াও হয়ে ওঠে জমজমাট। এবার ঈদ উপলক্ষে মঞ্চে নতুন প্রযোজনা নিয়ে আসছে আরণ্যক নাট্যদল। ‘কম্পানি’ নামের এ নাটকের রচনা ও নির্দেশনায় আছেন মামুনুর রশীদ। ঈদের দিন থেকে টানা পাঁচ দিন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে…