‘বন্ধন’ সিনেমার সেই শিশু অভিনেতা অংশুর এ কী ছবি!
অনলইন ডেস্ক: ‘বন্ধন’ সিনেমার সেই শিশু অভিনেতা অংশু বাচকে নিশ্চয়ই মনে আছে? তিনি এখন কী করছেন আগেই আপনাদের জানিয়েছিলাম। এ বার এই রূপে অংশু ধরা পড়লেন ক্যামেরায়। ছবিটি দেখে অবাক হচ্ছেন? এ ছবি কিন্তু অংশুর রিয়েল নয়, রিল লাইফের। ছবিতে দেখা যাচ্ছে, তিনি রয়েছেন অভিনেত্রী প্রিয়মের সঙ্গে। সৌজন্যে ওয়েব সিরিজ ‘মনসুন মেলডিজ’। সদ্য মুক্তি পেয়েছে এর…