
বিশেষ দিনে কী করলেন বলিউড কুইন
৩২ বসন্ত ছুঁয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। ১০ দিন নীরবতা পালন আর ধ্যান শেষে জন্মদিন উপলক্ষে গতকাল সরব হলেন এই অভিনেত্রী। আর সেটাই ছিল ভক্তদের উদ্দেশে তাঁর জন্মদিনের উপহার। ‘তনু ওয়েডস মনু’ অভিনেত্রী বিশেষ দিনটি উদযাপন করেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।জন্মদিনে কঙ্গনা পরেছিলেন গোলাপি শাড়ি। মেকআপ ছিল কম। এর পরেও অপরূপা লাগছিল তাঁকে। এই অভিনেত্রী বেশ বড়সড়…