
নানা সাজে তারকাদের বর্ষবরণ
পহেলা বৈশাখ কিংবা ঈদের মতো বড় উৎসবে সংগীতশিল্পীদের ব্যস্ততা থাকলেও অভিনয়ের সঙ্গে যুক্তদের বেশিরভাগই কাটান ফুরফুরে মেজাজে। কারণ, শুটিং থাকে না। যদিও উৎসবের রঙে মিশে যেতে কার্পণ্য নেই কারও। আর সেটি যদি হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ—তবে তো কথাই নেই।সেই সূত্রে, আজ (১৪ এপ্রিল) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে তারকাদের বৈশাখী সাজের ঢেউ। যদিও…