
ঢাকায় নয় ঐতিহাসিক লর্ডস-এ তাদের দেখা
বাংলাদেশের চলচ্চিত্র ও টিভি মিডিয়ার অন্যতম তিন তারকা মুখ ফজলুর রহমান বাবু, জয়া আহসান ও আশনা হাবিব ভাবনা। যারা তিনজনে একফ্রেমে দাঁড়ালেন খানিক আগে (৫ জুলাই, বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টা)। ঢাকায় নয়, ঘটনাটি ঘটেছে লন্ডনের ঐতিহাসিক মাঠ লর্ডস-এ! নিজ নিজ শুটিং শিডিউল মেলাতে গিয়ে দেশের মাটিতে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ তেমন হয় না বললেও চলে। অথচ…