শাহরুখ খানের হানিমুন-বেদনা
সুপারস্টার শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খান বলিউডের অন্যতম আদুরে যুগল। ২৭ বছরের দীর্ঘ সংসারজীবন তাঁদের। দুজনই স্টাইলিশ। ফ্যাশনচেতা। সম্প্রতি এ যুগল পেয়েছেন হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ কাপল অ্যাওয়ার্ড।গতকাল শুক্রবার রাতে মুম্বাইয়ের সেন্ট রেগিস হোটেলে অভিজাত আয়োজনে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। মঞ্চে এ যুগল ওঠেন রাজকীয় ভঙ্গিতে। তাঁদের স্টাইল সবার নজর কেড়ে নেয়।…