
সমালোচকেরা অনভিজ্ঞ, প্রচারণার দরকার নেই : দেলোয়ার জাহান ঝন্টু
বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার ভয়েস বার্তা পাঠানো দীঘির সত্যি একটা ময়না পাখি ছিল। বেঁচে থাকলে সেই ময়নার বয়স সাত-আট বছর হয়ে যেত—গেল বছরের নভেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছিলেন চিত্রনায়িকা হতে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। ময়না পাখি পোষা ছোট সেই দীঘির গায়ে ‘চিত্রনায়িকা’ তকমা লাগতে যাচ্ছে আগামী ১২ মার্চ। সব ঠিক থাকলে…