
এবার দাবার জাদুগর বিশ্বনাথন আনন্দকে নিয়ে বায়োপিক! মূল চরিত্রে অভিনয় করতে পারেন ধানুষ
এবার দাবার গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দকে নিয়ে বলিউডে এবার তৈরি হচ্ছে বায়োপিক। পরিচালনায় আনন্দ এল রাই । শোনা যাচ্ছে, বিশ্বনাথনের চরিত্রে অভিনয় করবেন ধানুষ । এ বিষয়ে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন পরিচালক আনন্দ এল রাই গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের বায়োপিক নিয়ে বানাচ্ছেন একটি ছবি। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটি প্রযোজনা করবে সানডায়াল…