
সংসার জীবনের ২৫ বছর পূর্ণ করলেন ববি দেওল
বলিউড অভিনেতা ববি দেওল সংসার জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন। বিবাহবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ মে) তিনি তার স্ত্রী তানিয়া দেওলকে অভিনন্দন জানিয়েছেন। ববি দেওল স্ত্রীর সঙ্গে তোলা বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমার হৃদয়, আমার আত্মা। তুমি আমার কাছে পৃথিবী। তোমাকে চিরকালের জন্য ভালোবাসি। ২৫তম বার্ষিকীতে শুভেচ্ছা। ’ ববি ও তানিয়াকে প্রথমে প্রেমিক-প্রেমিকা…