সিনেমায় আসছে নতুন সুপারহিরো, ডেডপুল অ্যান্ড উলভারিন
রায়ান রেনল্ডস সম্প্রতি মার্ভেলের ব্লকবাস্টার সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ এ অভিনয়ের চমক দেখিয়েছেন। তিনি এখানে অ্যান্টিহিরো ডেডপুল চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকের মন জয় করেছে। আর ছবিটিও মুক্তির পর বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছে। ভ্যারাইটি অনুসারে, অভিনেতা এখন নতুন সুপারহিরো হয়ে পর্দায় আসতে পরিকল্পনা করেছেন। প্যারামাউন্ট অ্যানিমেশন রেনল্ডসের প্রোডাকশন কোম্পানি ম্যাক্সিমাম এফোর্ট প্রোডাকশনসকে…